নবীউর রহমান পিপলু ,নাটোর ,২০ অক্টোবর
নাটোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক পথচারী আহত হয়েছে৷ এসময় জনতা ইমন নামে এক ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে৷
উত্তেজিত জনতা ছিনতাইকারীর ব্যবহৃত মোটর সাইকেল ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে৷ গত রাত্রি১১ টার দিকে নাটোর-বগুড়া সড়কের নওপাড়া ব্রীজ এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে৷ পুলিশ ও এলাকাবাসী জানায়,গত রাত্রি ১১টার দিকে তিন ছিনতাইকারী একটি মোটর সাইকেলে করে নাটোর-বগুড়া সড়কে গণছিনতাই শুরম্ন করে৷ ছিনতাইকারীরা নওপাড়া ব্রীজ এলাকায় আনোয়ার হোসেন নামে এক পথচারীকে ছুরিকাঘাত করে৷ তার চিত্কারে এলাকাবাসী ছিনতাইকারীদের ধাওয়া করে ইমন নামে এক ছিনতাইকারীকে আটক করে এবং অন্য দু’জন পালিয়ে যায়৷ এসময় ছিনতাইকারীদের ব্যবহৃত মোটর সাইকেল ভাংচুর করে আগুন ধরিয়ে দিলে তা ভস্মিভুত হয়ে যায়৷
পরে আটক ছিনতাইকারীকে গণপিটুনি দেয় এলাকাবাসী৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ছিনতাইকারী সহ ভস্মিভুত মোটর সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়৷ আটক ইমন নাটোর শহরের মল্লিকহাটি এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে৷
নিউজরুম