বড়াইগ্রাম, (নাটোর) ২০ অক্টোবর
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বিভিন্ন স্থানে পশুর হাট জমে উঠেছে। উপজেলার সবচেয়ে বড় হাট মৌখড়া, জোনাইল, রাজাপুরে খোজ নিয়ে জানা গেছে অন্য বছরের তুলনায় এবার পশুর আমদানি বেশি হওয়ায় দাম কম। হাটে গরম্ন-ছাগলের আমদানি বেড়ে গেলেও বিক্রি এখনও আশানুরম্নপ নয়। ক্রেতা ও বিক্রেতারা জানান, গত বছর যে গরম্নর দাম ২৫ হাজার টাকা ছিল, এবার তা দাম ২০-২২ হাজার টাকা। ৫ হাজার টাকা দামের ছাগল সাড়ে তিন থেকে চার হাজার টাকায় পাওয়া যাচ্ছে। পশুর দাম কম হওয়ার সম্ভাব্য কারণ হিসেবে তারা পাটসহ কৃষিপণ্যের দাম কম হওয়াকে দায়ী করেন। অপরদিকে কোরবানির হাটকে পুঁজি করে স্থানীয় ইজারাদাররা অতিরিক্ত খাজনা আদায় করছেন বলে ক্রেতারা অভিযোগ করেছেন। তারা জানান, গরম্নপ্রতি সরকার নির্ধারিত ২০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা এবং ছাগলপ্রতি ৭৫ টাকার পরিবর্তে ২০০ টাকা খাজনা আদায় করা হচ্ছে ।
নিউজ আশরাফুল ইসলাম আশরাফ, সম্পাদনা আলীরাজ/ আরিফ