সিংড়ায় প্রেমিকের সঙ্গে বেড়াতে এসে গণধর্ষনের শিকার প্রেমিকসহ আটক-৮

0
193
Print Friendly, PDF & Email

সিংড়া,(নাটোর)২০ অক্টোবর :
নাটোরের সিংড়ায় প্রেমিকের সঙ্গে বেড়াতে এসে ১৬বছরের এক কিশোরী গণধর্ষনের শিকার হয়েছে। শুক্রবার রাতে সিংড়া উপজেলার কলম মির্জাপুর গ্রামে এঘটনা ঘটে। পুলিশ ও ধর্ষিতার পরিবার জানান,নাটোরের বড়াইগ্রাম উপজেলার ধামাইদহ গ্রামের প্রেমিক সাবিবর হোসেন(১৮) সঙ্গে একই গ্রামের গাজি বিশ্বাসের কিশোরী মেয়ের দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার বিকেলে প্রেমিক সাবিবর তার প্রমিকাকে নিয়ে সিংড়া উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। সন্ধ্যার পর উপজেলার কলম মির্জাপুর মাঠের মধ্যে প্রেমিক সাবিবরকে গাছের সঙ্গে বেঁধে রেখে ৮/১০জন পালাক্রমে গণধর্ষণ করে। প্রমিক সাবিবরের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ওই কিশোরীকে উদ্ধার করে। রাতেই পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এঘটনায় শনিবার রেজোয়ানুল ওরফে রাববী, নাজমুল হক, রাজিবুল হাসান, মনিরম্নল, আতাউল, খায়রম্নল, রেজাউল করিমকে আটক করে পুলিশ।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুর রহমান জানান, ধর্ষিতার পিতা বাদী হয়ে ১১জনকে আসামী করে সিংড়া থানায় অপহরণ ও গণধর্ষণ মামলা করেছে।

প্রতিবেদক. সাইফুল ইসলাম. সম্পাদনা আলীররাজ/ আরিফ, নিউজরুম

শেয়ার করুন