২০ অক্টোবর, ২০১২

0
236
Print Friendly, PDF & Email

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : কর্মস্থলে কারও প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পেতে পারেন। দাম্পত্য কলহের অবসান হতে পারে। দূরের যাত্রা শুভ।

বৃষ (২১ এপ্রিল-২০ মে) : শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। বেকারদের কেউ কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।

মিথুন (২১ মে-২০ জুন) : শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য স্বীকৃতি পেতে পারেন। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।

কর্কট (২১ জুন-২১ জুলাই) : শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হবে। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। পারিবারিক দ্বন্দে¡র অবসান হবে। দাম্পত্য কলহ এড়িয়ে চলুন। রাজনৈতিক তৎপরতা শুভ।

সিংহ (২২ জুলাই-২১ আগস্ট) : শিল্প-সংস্থাপনের কাজে অগ্রগতি হবে। পারিবারিক দ্বন্দে¡র অবসান হতে পারে। কোনো গোপন শত্র“র পরিচয় জানা যেতে পারে। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সড়া পেতে পারেন।

কন্যা (২২ আগস্ট-২১ সেপ্টেম্বর) : বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। পাওনা আদায়ে সাফল্যের সম্ভাবনা আছে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।

তুলা (২১ সেপ্টেম্বর-২২ অক্টোবর) : ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণœ থাকবে। চাকরিতে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দে¡র অবসান হতে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। দূরের যাত্রা শুভ।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর) : পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফেলতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) : নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) : চাকরিতে কারও কারও ওপর আরোপিত শাস্তি মওকুফের সম্ভাবনা আছে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক ঘটনা ঘটার সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটা শুভ।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্র“য়ারি) : পারিবারিক প্রয়োজনে আজ আপনাকে কিছুটা নমনীয় হতে হবে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। বৈদেশিক যোগাযোগ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।

মীন (১৯ ফেব্র“য়ারি-২০ মার্চ) : দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।

শেয়ার করুন