সুস্থ্য হয়ে উঠছেন মালালা

0
285
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা আন্তর্জাতিক ডেস্ক :
তালেবানদের হাতে গুলিবিদ্ধ পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাই সুস্থ্য হয়ে উঠছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম। যুক্তরাজ্যে চিকিৎসাধীন ১৪ বছর বয়সী এই কিশোরী প্রথম বারের মত উঠে দাঁড়াতে সক্ষম হয়েছে বলে চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে শুক্রবার জানিয়েছে পাকিস্তানের ডন নিউজ এজেন্সি। তবে তার জখমে এখনও সংক্রমণের ঝুঁকি রয়েই গেছে বলে সতর্ক করে দিয়েছেন চিকিৎসকরা।
মালালা কাগজে লিখে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করতে পারছে বলে উল্লেখ করেন বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালের চিকিৎসা বিষয়ক পরিচালক ডেভ রোসার। পাশাপাশি মালালা এখন তার শারীরিক পরিস্থিতি চিকিৎসকদের জানাতে পারছে উল্লেখ করে রোসার বলেন, বুলেট বিদ্ধ হওয়ার জায়গায় সংক্রমণের কারণে এখনও বলা যাবে না সে পুরোপুরি বিপদমুক্ত।
উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে পাকিস্তান থেকে উড়িয়ে এনে গত সোমবার এই হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

নিউজরুম

শেয়ার করুন