রুপসীবাংলা আন্তর্জাতিক ডেস্ক :
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশে একটি সামরিক ঘাঁটিতে শুক্রবার ভোরে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালিয়েছে আল কায়েদা সমর্থিত বিদ্রোহীরা।
নিরাপত্তা কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম জানায় বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে এক আত্মঘাতী বোমা হামলাকারী সামরিক ঘাঁটিটির অভ্যন্তরে প্রবেশ করে একে উড়িয়ে দেয়। এতে নয় সেনা নিহত হয় বলে সংবাদমাধ্যমকে জানায় সামরিক বাহিনী।
আবিয়ান প্রদেশে বিদ্রোহী বিরোধী অভিযান পরিচালনারত সেনাবাহিনীর ১১৫তম ব্রিগেডের সদর দপ্তরে এ হামলায় ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা। ঘাঁটিতে প্রবেশের আগে আত্মঘাতী হামলাকারী বেশ কয়েকটি সামরিক তল্লাশি চৌঁকি ভেদ করতে সমর্থ হয়।
মার্কিন ড্রোন হামলায় ওই এলাকায় সাত সন্দেহভাজন আল কায়েদা সদস্য নিহত হওয়ার একদিন পরই আত্মঘাতী হামলাটি ঘটলো বলে জানা গেছে।
নিউজরুম