সিংড়া প্রতিবেদক
নাটোরের সিংড়ায় শুক্রবার পৌরসভার নবনির্মিত ত্রি-তল ভবনের শুভ উদ্বোধন ও মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার এমপি এই শুভ উদ্বোধন করেন। পরে পৌর সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র শামিম আল রাজির সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক।
মত বিনিময় সভায় পৌরসভার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিশ্বনাথ দাস, ইউএনও সাইফুর রহমান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, গোল-ই আফরোজ সরকারী কলেজের অধ্যক্ষআতিকুর রহমান, প্যানেল মেয়র আদনান মাহমুদ, শিক্ষক আলহাজ্ব আব্দুল আজিজ প্রমূখ।
সম্পাদনা নিউজরুম আপলোড, ১৯অক্টোবর ২০১২