নওগাঁর ধামইরহাটে দুর্ধর্ষ ডাকাতি, ১৫ লাখ টাকার মালামাল লুট

0
166
Print Friendly, PDF & Email

মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিবেদকঃ
নওগাঁর ধামইরহাটে সংখ্যালঘু দুর্ধর্ষ দুই পরিবারের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল বাড়ির লোকজনকে অস্ত্রের জিম্মি করে প্রায় ২০ভরি স্বার্ণলংকারসহ নগদ টাকা ও মুল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ২ টার দিকে জেলার ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের ইনশিয়া গোয়ালপাড়া গ্রামের অখিল চন্দ্র মন্ডল বাচ্চু ও তার প্রতিবেশী সুপদ মন্ডলের বাড়ীতে ২৫/৩০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল বাড়ীর লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে মারপিট করে সোনার গহনা, নগদ টাকাসহ বিভিন্ন দামী জিনিসপত্র লুট করে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ অখিল চন্দ্র মন্ডল জানান, ডাকাত দল বিভিন্ন অস্ত্র দ্বারা ভয়ভীতি প্রদর্শন ও মারপিট করে ৭/৮ ভরি সোনার গহনা ও নগদ ১০ হাজার টাকা এবং প্রতিবেশী সুপদ মন্ডলের বাড়ী থেকে ১০/১১ ভরি সোনার গহনা দামী পোষাক, থালা বাসন, নগদ ২৫ হাজার টাকা ও ১টি মোবাইল ফোনসহ ১০০ সিসি ডিসকভার একটি মোটর সাইকেল লুট করে নিয়ে যায়। তবে ডাকাত দল মোটর সাইকেলটি রেখে গেছে। এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দীন বলেন, খবর পেয়ে আমি পুলিশের একটি দলসহ ঘটনাস্থলে যায় এবং ওই গ্রামের চারপার্শ্বে সাঁড়াশি অভিযান চালায়। তবে ডাকাতদের ধরা সম্ভব হয়নি। এব্যপারে বৃহস্পতিবারে সুপদ মন্ডল বাদী হয়ে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করেছেন।

সম্পাদনা আলীরাজ/ আরিফ, নিউজরুম, আপলোড, ১৯অক্টোবর ২০১২

শেয়ার করুন