মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিবেদকঃ
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম নওগাঁ জেলা শাখার উদ্যোগে ৮ দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে। বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বক্তারপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হুদা জুয়েল। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বলিহার ইউপি চেয়ারম্যান হাতেম আলী, চুন্ডিপুর ইউপি চেয়ারম্যান সাহার আলী, হাঁসাইগাড়ী ইউপি চেয়ারম্যান জালাল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, অবিলম্বে চেয়াম্যানদের ৮দফা দাবী মেনে নিন, নইলে ডিসেম্বরে বৃহত্তর আন্দোলন মাধ্যমে দাবী মানতে বাধ্য করা হবে।
সম্পাদনা আলীরাজ/ আরিফ, নিউজরুম, আপলোড, ১৯অক্টোবর ২০১২