নয়নাভিরাম সৌন্দর্যে দেখতে গিয়ে ঝরে গেলো দুই প্রাণ

0
205
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, সিলেট ১৯অক্টোবর :
নয়নাভিরাম সৌন্দর্যের কোলে চড়তে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন শহীদুল ও মঈনুদ্দীন নামে দুই মেডিকেল শিক্ষার্থী।
ডাক্তার হয়ে সেবা করার বাসনা নিয়ে পড়াশোনা করছিলেন তারা। ঈদ ও পূজার ছুটিতে বাড়ি ফেরার কথা ছিল তাদের। তাই তারা ১৭ জন বন্ধু ঠিক করেছিলেন, সেন্টামার্টিন ঘুরে তারপর বাড়ি ফিরবেন। সেন্টামার্টিন যাবার জন্য ট্রেন না পেয়ে গাড়িযোগে রওনা দিয়েছিলেন। আর মৃত্য যেন অপেক্ষা করছিল মহাসড়কে। তাদের ১৫ জন এখন হাসপাতালে এবং বাকি দু’জন বাড়ি ফিরছেন লাশ হয়ে।
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর কোলে ঢলে পড়া দুই শিক্ষার্থী এমএজি ওসমানী মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের (নতুন) শহীদুল ও চতুর্থ বর্ষের মঈনুদ্দীন। সঙ্গে আহত হন ১৫ জন মেডিকেল ছাত্রসহ ২০ জন। এর মধ্যে শাবিপ্রবির দুই ছাত্র ও দুইজন বিজিবি সদস্য রয়েছেন।

নিউজরুম

শেয়ার করুন