রুপসীবাংলা ঢাকা ১৮ অক্টোবর :
সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে ঋণ কেলেংকারির মামলায় হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদের স্ত্রী জেসমিন ইসলামকে আটক করেছে র্যাব। জেসমিন হলমার্ক গ্রুপের চেয়ারম্যান।
বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টায় মানিকগঞ্জ সার্কিট হাউজের সামনে একটি বাড়ি থেকে জেসমিনকে গ্রেফতার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। র্যাব-৪ ও র্যাবের গোয়েন্দা শাখার একটি যৌথ দল মুকুল নামের জেসমিনের এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। তাকে ঢাকায় র্যাব-৪-এর কার্যালয়ে নেওয়া হচ্ছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিনিয়র পরিচালক মীর জয়নুল আবদিন শিবলীর নেতৃত্বে একটি অনুসন্ধান দল গ্রেফতার অভিযানে অংশ নেয়।
ঋণ কেলেংকারির ঘটনায় হলমার্কের এমডি তানভীর মাহমুদ ও জেনারেল ম্যানেজার তুষার আহমেদ এরই মধ্যে গ্রেফতার আছেন।
নিউজরুম