কোনালকে নিয়ে ইচ্ছে গানের দুপুর

0
181
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, বিনোদন ডেস্ক :
মাছরাঙা টেলিভিশনের ফোনো লাইভ কনসার্ট ইচ্ছে গানের দুপুর-এ আসছেন ‘চ্যানেল আই সেরাকণ্ঠ ২০০৯’-এর মুকুট বিজয়ী সোমনুর মনির কোনাল |
দুই ঘণ্টার এ অনুষ্ঠানে নিজের পছন্দের বেশ কিছু গান পরিবেশন করবেন তিনি। সেই সাথে টেলিফোনে দর্শকদের অনুরোধের গানও করবেন। এ অনুষ্ঠানে কোনাল যাদু, স্বপ্নডানা, কি লিখি তোমায়, সময় গেলে সাধন হবে না সহ বেশ কিছু পুরনো দিনের আধুনিক গান করবেন।
মাছরাঙা টেলিভিশনে শুক্রবার দুপুর ২ টা ৩০ মিনিটে শুরু হবে ইচ্ছে গানের দুপুর | এ অনুষ্ঠানটি প্রযোজনা করবেন অজয় পোদ্দার এবং উপস্থাপনা করবেন দিঠি আনোয়ার।

নিউজরুম

শেয়ার করুন