সিংড়া প্রতিবেদক :
নাটোরের সিংড়ায় বৃহস্পতিবার ৩০পুড়িয়া হেরোইনসহ সোহাগ (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ সিংড়া পৌর শহরের বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়৷ আটককৃত সোহাগ পৌর শহরের গোডাউন পাড়া মহলস্নার মৃত: গোলাম মোসত্মফার ছেলে৷
সিংড়া থানার উপ-পরিদর্শক (এস আই) সৈকত হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে গোডাউন পাড়া মহলস্নার মৃত: গোলাম মোসত্মফার ছেলে সোহাগকে পৌর শহরের বাসষ্ট্যান্ডের একটি দোকান ঘরের পিছনে হেরোইন বিক্রির সময় আটক করা হয়৷ পরে তার দেহ তলস্নাসী করে ৩০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়৷
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম ফয়জুর রহমান জানান, আটকৃত’র বিরম্নদ্ধে সিংড়া থানায় একটি মাদক মামলা হয়েছে৷