‘চাকরি জাতীয়করণ না হলে এসএসসি-এইচএসসি পরীক্ষার দায়িত্ব বর্জন’

0
476
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা, ঢাকা ১৮ অক্টোবর :
চাকরি জাতীয়করণ না হলে আগামী এসএসসি ও এইচএসসি পরীক্ষার দায়িত্ব বর্জন করবে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।
চাকরি জাতীয়করণের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকাল চারটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে শিক্ষক নেতারা এ হুমকি দেন। ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, “জাতীয়করণের দাবি দীর্ঘ দিনের। পূর্ব ঘোষিত কর্মসূচির মধ্যে ১০ ডিসেম্বর শিক্ষা ভবন ঘেরাও, ১০ জানুয়ারি লাগাতার ধর্মঘট এবং ২০ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করার কথা রয়েছে। এরপরেও দাবি আদায় না হলে আগামী এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় শিক্ষক-কর্মচারীরা দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন।”
অধ্যক্ষ সেলিম ভূঁইয় প্রধান শিক্ষক পদে পদোন্নতির ক্ষেত্রে তিনটি তৃতীয় বিভাগের পরিবর্তে দুটি প্রথম বিভাগ করার শর্তের প্রজ্ঞাপন প্রত্যাহার এবং শিক্ষকদের চাকরির মেয়াদ ৬৫ বছর উন্নীত করারও দাবি জানান। চলতি মাসের বেতন ও পূর্ণাঙ্গ উৎসব ভাতা দ্রুত দেওয়ার দাবি জানান এই শিক্ষক নেতা।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব দেলোয়ার হোসেন, বাংলাদেশ প্রধান শিক্ষক সমিতির মহাসচিব জাকির হোসেন, অধ্যাপক আলমগীর হোসেন, অধ্যাপক তফাজ্জল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষক নেতারা অংশ নেন।

নিউজরুম

শেয়ার করুন