রূপসীবাংলা ঝিনাইদহ ১৮ অক্টোবর :
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্তে বুধবার ভোরে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি রবিউল ইসলামের লাশ ময়নাতদন্ত শেষে ৩৭ ঘণ্টা পর ফেরৎ দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্তের ৬১/৯ আর মেইন পিলারের ১৮ সাব পিলারের কাছে এ লাশ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজিবির মহেশপুর উপজেলার কুসুমপুর বিওপির কোম্পানি কমান্ডার আমির খসরু জানান, লাশ হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষে তিনি ছাড়াও মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ ও মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। তিনি আরও জানান, ভারতের পক্ষে উপস্থিত ছিলেন ফতেপুর বিএসএফ এর কোম্পানি কমান্ডার লক্ষি নারায়নসহ ভারতীয় পুলিশের কর্মকর্তাবৃন্দ।
লাশ গ্রহণের সময় নিহত রবিউল ইসলামের বাবা তোরাব আলীসহ পরিবারের সদস্যরাও উপস্থিত হন। এ সময় তারা সন্তানের লাশ পেয়ে তারা কান্নায় ভেঙ্গে পড়েন।
উল্লেখ্য, বুধবার ভোর ৫টার দিকে ভারতীয় সীমান্ত রক্ষীর (বিএসএফ) গুলিতে মো. রবিউল ইসলাম (৩০) নিহত হন। এসময় রাজু আহম্মেদ, আব্দুল হোসেন, ইমরান খান, শংকর হালদার ও মহর আলী আহত হন। নিহত রবিউল ইসলাম মহেশপুর উপজেলার শ্যামকুড় মাঠপাড়া গ্রামের তোরাব আলীর ছেলে। হত্যার পর নিহতের লাশ বিএসএফ নিয়ে যায়। এ নিয়ে বুধবার দুপুরে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
নিউজরুম