ঈদের পরই রসিক নির্বাচনের তফসিল: সিইসি

0
205
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা ঢাকা ১৮ অক্টোবর :
ঈদের পরই রংপুর সিটি কর্পোরেশনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের সম্ভাব্য তারিখ ২০ ডিসেম্বর।
১০ অক্টোবরের মধ্যেই নতুন এ সিটি কর্পোরেশনের ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ হয়। আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে এ নির্বাচন অনুষ্ঠানের বাধ্য বাধ্যবাধকতা রয়েছে। বৃহস্পতিবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি ) কাজী রকিব উদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, ‘ঈদের পরে রংপুর সিটি করপোরেশনে (রসিক) নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন(ইসি)। এর আগে ঘোষণা করলে তা আগে হয়ে যাবে।’
ইসি সূত্র জানায়, ডিসেম্বরের শুরুতে স্কুল গুলোতে সমাপনী পরীক্ষা শুরু হওয়ায় এবং মাঝামাঝিতে জেএসএসি পরীক্ষা চলায় ইসির হাতে সময় আছে ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর। সেদিকে ২০ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় ওই দিনই নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। সিইসি বলেন, ‘আমরা রংপুরে আংশিক ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি।’ গত বছর ৮ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর জেলা স্কুল মাঠের জনসভায় রংপুরকে সিটি করপোরেশন ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর এ ঘোষণার পরও সিটি করপোরেশন ঘোষণায় বিলম্ব হওয়ায় স্থানীয়রা আন্দোলনে নামেন। গত ১ জুলাই এ সিটি করপোরেশনের গেজেট প্রকাশ হয়। আইন অনুয়ায়ী কর্পোরেশন গঠনের ১৮০ দিনের মধ্যেই নির্বাচন করার কথা।
জাতীয় নির্বাচনে আপাতত ইভিএম নয়
আগামী জাতীয় নির্বাচনে আপাতত ইভিএম ব্যবহারের সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, ‘আইন অনুযায়ী আমরা পৌরসভা ও সিটি কর্পোরেশনে ইভিএম ব্যবহার করতে পারি। এছাড়াও উপজেলা নির্বাচনেও ইভিএম সংযুক্ত করে বিধিমালা তৈরি করা হয়েছে।‘
তিনি বলেন, ‘এর মাধ্যমে জনগণের আস্থা অর্জিত হলে জাতীয় নির্বাচন আইন পরিবর্তনের মাধ্যমে জাতীয় নির্বাচনে এটা আনা হবে। এটা একটি আপগ্রেডেশনাল এক্সপ্রেরিমেন্টাল প্রজেক্ট। এর পূর্ণ ব্যবহারে সময় লাগবে। ভারতেও সারা দেশে এটা ব্যবহার করতে ১০ বছর লেগেছিল।’
টাঙ্গাইল-৩ উপনির্বাচন
টাঙ্গাইল -৩ উপনির্বাচনে কেউ নির্বাচনী আইন লঙ্ঘন করলে তারি বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সিইসি। তিনি বলেন, ‘তার আগে যারা আইন ভাঙ্গছে তাদের এ বিষয়ে প্রশ্ন করুন।’
তৃণমূলের মতামত উপেক্ষা করে ক্ষমতাশীন দল আওয়ামীলীগ মনোনয়ন দিয়েছে এম অভিযোগের ভিত্তিতে সিইসি এ কথা বলেন। রাজিনৈতিক দলের সঙ্গে সংলাপ
সীমানা বিরোধ নিয়ে ইসর চলমান সংলাপে সব দলই অংশ নেবে বলে জানান সিইসি। তিনি বলেন, সীমানা বিরোধের মতো গুরুত্বপূর্ণ বিষয় সব দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। তাই আমরা আশা করি সবাই আমাদের আমন্ত্রন গ্রহণ করবেন এবং সংলাপে অংশ নেবেন।’
সব দলকে একই দিনে একই সঙ্গে সংলাপে ডাকা হবে বলেও জানান তিনি।
এদিকে ইসি সূত্র জানায়, রংপুর সিটি নির্বাচনের পরের সপ্তাহেই রাজনৈতিক দলগুলোর সাথে ইসির এ সংলাপ হতে পারে।

প্রতিবেদক মোঃ রাকিবুল ইসলাম, সম্পাদনা আলীরাজ/ আরিফ, নিউজরুম

শেয়ার করুন