সিংড়ায় বিএনপি নেতা নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা

0
207
Print Friendly, PDF & Email

সিংড়া, প্রতিবেদক :
নাটোর -৩ সিংড়া নির্বাচনী এলাকায় বিএনপি নেতা ডাঃ নজরুল ইসলাম আগাম নির্বাচনী প্রচার-প্রচারণা ও গণসংযোগ অব্যাহত রেখেছেন। তিনি তৃনমূল বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং সাধারন মানুষের সঙ্গে কুশল বিনিময় করে যাচ্ছেন ।
এপ্রতিনিধির সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশের চরম ক্লামিত্মকাল চলছে। সরকারের জুলুম-নির্যাতনে মানুষ দিশেহারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্রকে শক্তিশালী অধিকার প্রতিষ্টা ও সাধারন মানুষের ভাগ্যের উন্নয়ন ও দেশের কল্যানে কাজ করে যেতে চাই। তিনি আরো বলেন, দলের প্রতি আমার পূর্ন আস্থা আছে। এজন্য আমি বিগত দিনেও মনোনয়ন না পেয়েও দলের প্রার্থীর পক্ষে পুরোদমে কাজ করেছি। এবার তিনি মনোনয়নে খুব আশবাদী।
ডাঃ নজরম্নল ইসলাম ছাত্র জীবন থেকে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে জড়িত। তিনি ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর অন্যতম সদস্য ছিলেন এবং সিংড়া উপজেলা বিএনপির সহ সভাপতি ও ধানের শীষ কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট। তিনি ছলিমুলস্নাহ মেডিক্যাল শাখার জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ছিলেন। ছাত্র সংসদ নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন।
বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনে (বিএমএ) পরপর দুইবার (১৯৯৯-২০০২ ও ২০০২-২০০৫) নির্বাচিত সেন্টাল কাউন্সিলর ছিলেন।

প্রতিবেদক মোঃ রাকিবুল ইসলাম, সম্পাদনা আলীরাজ/ আরিফ, নিউজরুম

শেয়ার করুন