সিলেট রেলস্টেশনে হামলা: ছাত্রলীগ নেতাসহ দেড়শ’ জনের বিরুদ্ধে মামলা

0
316
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা সিলেট ১৮ অক্টোবর :
রেলের টিকিট না পেয়ে সিলেট রেলওয়ে স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় সিলেট মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি সোহেলসহ দেড়শ’ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
মঙ্গলবার রাতে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বাদী হয়ে রেলওয়ে পুলিশের (জিআরপি) সিলেট থানায় এ মামলা করেন। আবুল কালাম আজাদ জানান, সিলেটের দক্ষিণ সুরমা থানার বাবনা এলাকার বাসিন্দা আলী আশরাফ সোহেলসহ দেড়শ’ জনের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগে এ মামলা দেওয়া হয়েছে। অগ্রিম টিকিট দিতে না পারায় মঙ্গলবার রাতে সিলেট রেল স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটে। প্রসঙ্গত, মঙ্গলবার রাত সাড়ে ৯টায় সোহেলের নাম ধরে আগামী বৃহস্পতিবারে ঢাকার অগ্রিম টিকেট চাওয়া হয়। টিকেট না পাওয়ায় সোহেলের নেতৃত্বে শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী হামলা চালিয়ে রেলস্টেশনের টিকেট কাউন্টারসহ প্রবেশ পথের দরজার গ্লাস ভেঙ্গে ফেলে।

নিউজরুম

শেয়ার করুন