রূপসীবাংলা, ব্রাহ্মণবাড়িয়া ১৮ অক্টোবর :
বুধবার রাত ৩টা থেকে ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রাত ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি কনটেইনার ট্রেনের ইঞ্জিন এবং বগির চারটি চাকা লাইনচ্যুত হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধারের চেষ্টা চলছে। আখাউড়া রেলওয়ে জংশনের লোকো ইন্সপেক্টর (এলআই) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওই কনটেইনারটি কসবা রেলওয়ে স্টেশন এলাকায় এলে এর লোকোমটিভ (ইঞ্জিন) এবং একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। সকাল সাড়ে ১০টায় এলআই মিজানুর আরও জানান, উদ্ধার কাজ শেষে রেল চলাচল স্বাভাবিক হবে।