কক্সবাজারে বিদেশি সাংবাদিক আটক

0
196
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা কক্সবাজার ১৮ অক্টোবর :
কক্সবাজারে এক বিদেশি সাংবাদিকসহ ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সন্দেহজনকভাবে রোহিঙ্গাদের নিয়ে কাজ করার অভিযোগে তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়। বুধবার কক্সবাজার বিমানবন্দর থেকে তাদের আটক করে পুলিশ।

এরা হচ্ছে, নরওয়ে থেকে প্রকাশিত অসলো টাইমস’র চিফ নিউজ এডিটর মুক্তার হাফিদ, বেসরকারি টিভি চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরাম্যান হাসান ও কথিত মডেল অভিনেত্রী প্রিয়া। কক্সবাজার সদর থানার পরিদর্শক (ওসি) জসীম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ ৩ জনকে কক্সবাজার বিমানবন্দর থেকে আটক করে থানার হেফাজতে আনা হয়। এরপর জিজ্ঞাসাবাদে তারা রোহিঙ্গাদের নিয়ে প্রমাণ্যচিত্র তৈরির বিষয়টি জানিয়েছেন। তাদের পরিচয় এবং তথ্য পাওয়ার পর সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয়।
তিনি জানান, মঙ্গলবার তারা কক্সবাজার এসেছিলেন। বুধবার ঢাকা ফেরার সময় এদের থানা হেফাজতে নেওয়া হয়। থানা থেকে ছেড়ে দেওয়ার পর তারা ঢাকায় ফিরে গেছেন। কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ছত্রধর ত্রিপুরা জানান, নরওয়ে থেকে প্রকাশিত অসলো টাইমস’র চিফ নিউজ এডিটর মুক্তার হাফিদ আফগানিস্থানের নাগরিক। ১২ বছর ধরে নরওয়ে রয়েছেন।

শেয়ার করুন