নওগাঁ প্রতিবেদক ১৭ অক্টোবর :
আর্ন্তজাতিক দারিদ্র বিমোচন দিবস উপলক্ষে নওগাঁয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সবার জন্য খাদ্য নিশ্চিত করার দাবীতে ওয়েভ ফাউন্ডেশন এই কর্মসূচীর আয়োজন করে। বুধবার বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের বাসভবন চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মুক্তির মোড়স্থ কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে এসে শেষ হয়।
সেখানে ওয়েভ ফাউন্ডেশনের স্থানীয় কর্মকর্তা আজিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন এবং বেসরকারী সংগঠন রানীর নির্বাহী পরিচালক ফজলুল হক।
নিউজ মোফাজ্জল হোসেন, সম্পাদনা আলীরাজ/ আরিফ নিউজরুম