নওগাঁয় তামাক বিরোধী কর্মশালা

0
200
Print Friendly, PDF & Email

নওগাঁ প্রতিবেদক ১৭ অক্টোবর :
নওগাঁয় তামাকজাত দ্রব্য ব্যবহার, নিয়ন্ত্রন, কুফল এবং প্রতিকারের উপর দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন, স্বাস্থ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব সুবাস চন্দ্র সরকার। বুধবার জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় জেলা সিভিল সার্জন অফিস এর আয়োজন করে। জেলা প্রশাসক ড. মোছাম্মৎ নাজমানারা খানুমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডাঃ সোলায়মান আলল ফারম্নক, ডাঃ জাহিদ নজরম্নল চৌধূরী, জেলা বিএমএর সভাপতি ডাঃ হাবিবুর রহমান, রানির প্রধান নির্বাহী ফজলুল হক খান প্রমুখ বক্তব্য রাখেন।
কর্মশালায় জেলার সকল উপজেলার নির্বাহী অফিসার, সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সাংবাদিক,বিভিন্ন সংস্থার সভাপতি ও এনজিও প্রতিনিধিসহ প্রায় তিন শতাধিক লোক উপস্থিত ছিলেন।

নিউজ মোফাজ্জল হোসেন, সম্পাদনা আলীরাজ/ আরিফ নিউজরুম

শেয়ার করুন