নওগাঁ প্রতিবেদক ১৭ অক্টোবর :
শিক্ষকদের উপর বর্বরোচিত হামলাকারী নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার অধ্যক্ষ আঃ সাত্তার ও তার মৌলবাদী জঙ্গী বাহিনীর শাস্তির দাবী ও মাদ্রাসাকে অধ্যক্ষের হাত থেকে রক্ষার দাবীতে মানব বন্ধন পালিত হয়েছে।
বুধবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নওগাঁ রাজশাহী মহাসড়কে ঘন্টাকাল ব্যাপী ওই প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও এলাকাবাসীরা এ মানব বন্ধন কর্মসূচী পালন করে। মানব বন্ধনে চলাকালে বক্তব্য রাখেন, শিক্ষক মাওলানা আঃ ওয়াহেদ আল কাদরী, শিক্ষক আঃ রাকিব, শিক্ষক রোকনুজ্জামান ও নাজমুল করিম প্রমুখ। পরে তারা শিক্ষকদের উপর হামলাকারী ও তার মদদ দাতাদের বিচার ও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবীতে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
নিউজ মোফাজ্জল হোসেন, সম্পাদনা আলীরাজ/ আরিফ নিউজরুম