খুলনার উন্নয়নে ২‘শ কোটি টাকা বরাদ্ধ

0
269
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা অর্থনীতি ডেস্ক :
খুলনা মহানগরীর বিভিন্ন সড়ক ও অবকাঠামো উন্নয়নে ২০০ কোটি টাকার প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদিত হয়েছে। খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, একনেকের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার বিকেলে বৈঠক অনুষ্ঠিত হয়। ২০১১ সালের ৫ মার্চ নগরীর খালিশপুর মহসীন কলেজ ময়দানে অনুষ্ঠিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা মহানগরীর উন্নয়নে ২০০ কোটি টাকা বিশেষ বরাদ্দের প্রতিশ্রুতি দেন।
সেই প্রতিশ্রুতির আলোকেই এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়।প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় খুলনা মহানগরীর উন্নয়নে এ প্রকল্প একনেকে অনুমোদিত হওয়ায় খুলনাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মেয়র।
এ প্রকল্পের আওতায় রয়েছে- ১৪৮ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে খুলনা মহানগরীর ১৫০ কিলোমিটার রাস্তা, ৯ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে প্রস্তাবিত দৌলতপুর কলেজিয়েট স্কুল, সৌর বিদ্যুৎ ট্রেনিং সেন্টারের হোস্টেল নির্মাণ, খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজ, ইসলামাবাদ কলেজিয়েট স্কুল (ইংলিশ মিডিয়াম) এবং সিটি গার্লস স্কুলের উন্নয়ন, ৪ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে খালিশপুর মেটারনিটি হাসপাতাল ও টুটপাড়া মেটারনিটি হাসপাতালের নতুন ভবন নির্মাণ, ৩ কোটি টাকা ব্যয়ে নগর স্বাস্থ্য ভবনের উন্নয়ন, কেসিসির গ্যারেজ আধুনিকায়ন। আরো আছে- ৯১ লাখ টাকা ব্যয়ে সুইপার কোয়ার্টার নির্মাণ, ২৪ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে খুলনা পাবলিক হল (২০ তলার ফাউন্ডেশনে) নির্মাণ, ৪ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে রূপসা কিচেন মার্কেট নির্মাণ, ৩৭ লাখ টাকা ব্যয়ে টুটপাড়া কবরখানার উন্নয়ন, ৭৫ লাখ টাকা ব্যয়ে নগরীর বিভিন্ন শশ্মানের উন্নয়ন, নির্মাণ সামগ্রীর গুণগত মান পরীক্ষার জন্য ৩৮ লাখ টাকা ব্যয়ে টেস্টিং ল্যাব স্থাপন করা হবে।২০১৬ সালের জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।

নিউজরুম

শেয়ার করুন