ত্রিপোলির কারাগার থেকে ১২০কয়েদি পালিয়ে গেছে

0
197
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা আন্তর্জাতিক ডেস্ক :
লিবিয়ার রাজধানী ত্রিপোলির আল-জাদাইদা কারাগার থেকে সোমবার প্রায় ১শ’ ২০ জন কয়েদি পালিয়ে গেছে। লিবিয়ার ন্যাশনাল গার্ড প্রধান খালিদ আল-শরিফের উদ্ধতি দিয়ে জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। তবে পালিয়ে যাওয়া কয়েদিদের আবারও কারাগারে ফিরিয়ে আনতে নিরাপত্তাকর্মীরা অভিযান শুরু করেছে বলে জানান তিনি। ইতিমধ্যেই কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
২০ অক্টোবর লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির মৃত্যুর প্রথম বার্ষিকীর আগ দিয়েই এঘটনা ঘটলো। উল্লেখ্য, ২০১১ সালের ২০ অক্টোবর নিজ শহর সির্তে বিদ্রোহীদের হাতে আটক ও নিহত হন গাদ্দাফি।
চলতি বছরের শুরুতে লিবিয়া কর্তৃপক্ষ কয়েকটি কারাগারের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় যার মধ্যে আল-জাদাইদা ‍অন্যতম। এর আগে কারাগারটি গাদ্দাফি বিরোধী যোদ্ধাদের দখলে ছিলো।
ন্যায়বিচার মন্ত্রনালয়ের নিয়ন্ত্রণাধীন আল-জাদাইদা কারাগারটি মূলত সাধারণত সাজাপ্রাপ্ত কয়েদিদের জন্য ব্যবহার করা হয়ে থাকে। কারাগারটিতে সুযোগ সুবিধা বাড়ানোর জন্য চলতি বছরের আগস্টে কয়েদিরা বিদ্রোহ করলে আহত হয়েছিলো দুই কয়েদি।

নিউজরুম

শেয়ার করুন