দ্বিতীয়বার বুকার পেলেন ম্যানটেল

0
237
Print Friendly, PDF & Email

রুপসীবাংলা আন্তর্জাতিক ডেস্ক :
বিশ্বের প্রথম নারী হিসেবে দ্বিতীয় বারের মতো ম্যান বুকার পুরস্কার জিতে নিলেন ব্রিটিশ ঔপন্যাসিক হিলারি ম্যানটেল। ‌একই সঙ্গে প্রথম ব্রিটিশ হিসেবেও দ্বিতীয়বারের মতো এই সম্মানজনক পুরস্কারে ভূষিত হলেন তিনি।ইংরেজি ভাষার সাহিত্যচর্চার জন্য বিশ্বের সবচেয়ে বিখ্যাত এ পুরস্কারটি তিনি লাভ করেন ‘টমাস ক্রমওয়েল’ ট্রিলজির দ্বিতীয় পর্ব ‘ব্রিং আপ দি বডিজ’ উপন্যাসের মাধ্যমে। মঙ্গলবার লন্ডনের গিল্ডহলে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
৬০ বছর বয়সী এই নারী ঔপন্যাসিক তার প্রথম বুকার পান ২০০৯ সালে তার ‘উলফ হল’ উপন্যাসের কারণে, যা ট্রিলজির প্রথম পর্ব। ব্রিটিশ সাম্রাজের অন্যতম খ্যাতনামা শাসক রাজা অষ্টম হেনরির প্রধানমন্ত্রী হিসেবে কর্মরত টমাস ক্রমওয়েলের জবানিতে এগিয়েছে উপন্যাসের মূল পটভূমি। এরই ধারাবাহিকতায় লেখা তার দ্বিতীয় উপন্যাসের কারণে সম্মানজনক বুকার পুরস্কারে দ্বিতীয়বারের মতো ভূষিত হলেন তিনি।

নিউজরুম

শেয়ার করুন