রূপসীবাংলা ঢাকা ১৭ অক্টোবর :
বিশ্বব্যাংক প্রমাণ দিলেই পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করা যেতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুর মুহিত।বুধবার সচিবালয়ে অর্থনীতি সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, “দুদক মামলা করার জন্য প্রস্তুত। বিশ্বব্যাংককে তারা একথা জানিয়েছে। বিশ্বব্যাংক প্রমাণ দিলে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করতে সর্বোচ্চ এক সপ্তাহ লাগতে পারে।”
পদ্মাসেতু প্রকল্পের তদন্ত ও বাস্তবায়ন একসঙ্গে চলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, “এটা আমরা চেয়েছি। কিন্তু একসঙ্গে চলবে কি না- সে ব্যাপারে এখনো নিশ্চিত নই আমি। তবে এ ব্যাপারে আমি আশাবাদী। বিশ্বব্যাংকের দ্বিতীয় দলটি ঢাকায় এলে এ বিষয়টি জানা যাবে।”
নিউজরুম