রূপসীবাংলা ঝিনাইদহ ১৭ অক্টোবর :
বুধবার ১৮ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ শহরের সরকারি কেসি কলেজ এলাকায় বের করা জামায়াত-শিবিরের মিছিলে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। এতে ১০ শিবির কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে সুজন, সবুজ, সুমন, আনোয়ার, হাবিব ও সাউফুল্লাহকে ঝিনাইদহ শহরের ইসলামী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহ শহর শিবিরের সভাপতি পারভেজ আলম বাংলানিউজকে জানান, কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী সকাল ১১টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শহরের ২ নম্বর পানির ট্যাংকের কাছে পৌঁছালে পুলিশ নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।এতে তাদের দলের সুজন ও সাউফুল্লাহসহ ১০ শিবির কর্মী কম বেশি আহত হন।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বাংলানিউজকে জানান, শহরে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এই আশঙ্কায় শিবির নেতাকর্মীদের মিছিল না করার জন্য অনুরোধ করা হয়। এরপরও তারা মিছিল করতে গেলে পুলিশ মৃদু লাঠিচার্জ ও ১ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কিনা তা তার জানা নেই বলে তিনি জানান।
নিউজরুম