রূপসীবাংলা লক্ষ্মীপুর ১৭অক্টোবর :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম শেখপুরা এলাকায় লণ্ডন প্রবাসী আতিক উল্যাহ ও জামাল হোসেনের বাড়িতে মঙ্গলবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল ১৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১ লাখ টাকা, ৬টি মোবাইল ফোন সেট, ৪টি চার্জার লাইট, ক্যামেরা, ঘড়িসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় বলে গৃহকর্তা আতিক উল্লাহ জানান।
প্রবাসী আতিক উল্যাহ বাংলানিউজকে জানান, সঙ্গবদ্ধ মুখোশ পড়া অস্ত্রধারী একদল ডাকাত মঙ্গলবার রাত ২টার দিকে তার ও জামাল হোসেনের বাড়ির কলাপসিবল গেট ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে।
এসময় ডাকাতরা তার ঘর থেকে ১০ ভরি সোনার গহনা, নগদ ১ লাখ টাকা, ২টি চার্জার লাইট, ৩টি মোবাইল সেট লুট করে নেয়। অপরদিকে জামাল হোসেনর ঘর থেকে ৫ ভরি সোনার গহনা, ৩টি মোবাইল সেট, ১টি ক্যামেরা, ২টি চার্জার লাইট ও ১টি হাত ঘড়ি লুট করে নিয়ে যায়।
প্রবাসী আরও জানান, মোবাইলে বিষয়টি থানায় জানানো হলে ডাকাতরা চলে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়।
এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুরুল হক আকন্দ বাংলানিউজকে জানান, খবর পাওয়া মাত্রই ৩ জন অফিসারকে ফোর্স নিয়ে ঘটনাস্থলে পাঠানো হয়।
নিউজরুম