রূপসীবাংলা, রাজবাড়ী ১৬ অক্টোবর :
রাজবাড়ীর পাংশা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই চরমপন্থীকে আটক করেছে। আটককৃতরা হলো- পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী পাংশা উপজেলার পাট্টা ইউপির নিভা গ্রামের ইসলাম মন্ডলের ছেলে ওহাব মন্ডল ও একই গ্রামের ডাকাতি মামলার পলাতক আসামি সোনাই মল্লিকের ছেলে রফিক মল্লিক।
জানা গেছে, সোমবার রাতে একদল সন্ত্রাসী পাংশা উপজেলার শরিষা ইউপির বঙ্গবন্ধু কলেজ এলাকায় গোপন মিটিং করছে, এমন সংবাদের ভিত্তিতে পাংশা থানার উপ-পরির্দক (এসআই) কামাল হোসেন পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালায়।
এ সময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে একটি পাইপ গান, একটি শাটার গান ও দুই রাউন্ড বন্ধুকের গুলিসহ ওহাব ও রফিককে আটক করে।
নিউজ প্রতিবেদক, সম্পাদনা আলীরাজ/ আরিফ, নিউজরুম