রূপসীবাংলা,সিংড়া, ১৬ অক্টোবর :
জাতীয় শিক্ষা নীতি ২০১০ বাসত্মবায়ন, সহকারি শিক্ষকদের এন্ট্রিপদ ধরে সহকারি প্রধান শিক্ষকদের সৃষ্টপদ কার্যকর এবং প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা ও যোগ্যতা ভিত্তিক স্বতন্ত্র বেতন স্কেলসহ ১২দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরের সিংড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেছে।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সিংড়া উপজেলা শাখার আয়োজনে সোমবার সকালে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও নাটোর জেলার সভাপতি আজিজুল হক’র নেতৃত্বে শত শত শিক্ষক উপজেলা চত্বরে গণজমায়েত শেষে এই স্মারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সিংড়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মনজুর কাদির, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমূখ।
প্রতিবেদক, সাইফুল ইসলাম সম্পাদনা: আলীরাজ/ আরিফ/ সালমা, নিউজরুম