রূপসীবাংলা, লালমনিরহাট ১৬অক্টোবর :
লালমনিরহাটে নব নির্মিত তিস্তা সেতুকে কেন্দ্র করে পুলিশ সুপার কার্যালয়ে আলীগ ও বিএনপির ব্যাপক সংঘর্ষ দাওয়া পাল্টা দাওয়া হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্য ও টিয়ার সেল নিক্ষেপ করে।এ ঘটনার জের ধরে লালমনিরহাট বিভাগীয় রেলষ্টেশন সংলগ্ন জাতীয়তাবাদী কার্যালয়ে অগ্নীসংযোগ করে। পরে দমকল বাহীনি আগুন নিয়ন্ত্রনে আনে। তবে সংঘর্ষে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
নিউজরুম