রূপসীবাংলা, নওগাঁ ১৬ অক্টোবর :
জাতীয় স্যানিটেশন মাস উদযাপন উপলক্ষে নওগাঁর সাপাহার উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং ব্র্যাক ওয়াস কর্মসুচীর সহযোগীতায় সোমবার সকালে একটি বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উদযাপনে এ দিন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী, সরকারী, বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী সহ সর্বস্থরের জনসাধারনের অংশ গ্রহন করেন। উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বিশাল বর্ণাঢ্য র্যালী বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পরিষদ মিলানয়তনে এসে মুল আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল আলম চৌধুরী, প্রবীন সমাজসেবী আলহাজ্ব ডাঃ তাহের উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শ্রীঃ বিভাষ চন্দ্র মানি, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবুল কাশেম, ব্র্যাক সাপাহার শাখা ব্যবস্থাপক মোঃ লুৎফর রহমান, ব্র্যাক ওয়াশ প্রকল্প কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন প্রমুখ।
নিউজ, মোফাজ্জল হোসেন. সম্পাদনা : আলীরাজ/ আরিফ/ সালমা, নিউজরুম