রূপসীবাংলা, নওগাঁ ১৬ অক্টোবর :
নওগাঁ শহরের রজাকপুর মেরী গোল্ডপাড়ায় টাকা চুরির অভিযোগে খুরশীদা বেগম নামের এক নারীকে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেধে রেখে নির্যাতন করেছে। এলাকাবাসী সুত্রে জানা গেছে, শহরের রজাকপুর মেরী গোল্ড পাড়ার হাবিবুল¬াহর পুত্র সুরম্নজ মিয়ার ৩ হাজার ৯ শত টাকা, ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্রসহ একটি ব্যাগ চুরি হয়।
রোববার সকালে টাকা প্রয়োজন হওয়ায় ব্যাগ থেকে টাকা নিতে গেলে ব্যাগ না পেয়ে খুজাখুজি করতে থাকে। পরে প্রতিবেশীরা জানায়, চকরামপুর মহল¬ার শামীমের স্ত্রী খোরশেদা বেগম নামের এক নারীকে ওই বাড়ীর আশেপাশে ঘুরতে দেখেছে বলে জানায় তারা। পরে সুরম্নজ অনেক খোজাখুজির পর ট্রাক টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করে ওই মহল¬ায় এনে গাছের সাথে বেধে মারপিট করে বেধে রাখে। মারপিটে টাকা ও ব্যাগ চুরির কথা স্বীকার করেছে। খুরশিদা জানায়, সে খুব সকালে ঘরের মধ্যে ঢুকে ব্যাগটি চুরি করে নিয়ে তার স্বামী শামীমের হাতে দেয়। স্বামী টাকা নিয়ে উধাও হয়। খুরশীদা ও তার স্বামীর চুরির অভ্যাস আছে বলে এলাকাবাসীদের জানা গেছে
নিউজ, মোফাজ্জল হোসেন. সম্পাদনা : আলীরাজ/ আরিফ/ সালমা, নিউজরুম