রূপসীবাংলা, নওগাঁ ১৬ অক্টোবর :
রামু বৌদ্ধ মন্দিরে হামলার দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তিসহ দেশের বিভিন্ন স্থানে দুর্গা প্রতিমা ভাংচুরের প্রতিবাদে নওগাঁ মানববন্ধন ও স্বারকলিপি দিয়েছে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনোরিটিস।
সোমবার সকাল সাড়ে ১১টা থেকে আদালত চত্বরে ঘন্টাকাল ব্যাপী এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। পরে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করে। জেলা প্রশাসকের পক্ষ থেকে স্বারকলিপি গ্রহন করেন স্থানীয় সরকার শাখার (ডিডিএলজি) উপ-পরিচালক নজরম্নল ইসলাম। মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি (এইচআরসিবিএম)এর নওগাঁর শাখার প্রেসিডেন্ট শংকর রঞ্জন সাহা, সাধারন সম্পাদক এ্যাড. মুকুল চন্দ্র কবিরাজ, যুগ্ম সম্পাদক রনিজিত কুমার লাহেরী প্রমুখ।
নিউজ, মোফাজ্জল হোসেন. সম্পাদনা : আলীরাজ/ আরিফ/ সালমা, নিউজরুম