রূপসীবাংলা, ঢাকা, ১৬অক্টোবর :
১১ দফা দাবি নিয়ে ১৮ অক্টোবর থেকে ৪ দিন মোবাইল রিচার্জ বন্ধের ঘোষণা দিয়েছে মোবাইল ফোন রিচার্জ অ্যাসোসিয়েশন।
অ্যাসোসিয়েশনের নেতারা রূপসীবাংলা নিউজকে জানান, বৃহস্পতিবার থেকে সারাদেশে এই প্রতিবাদ চলবে। মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ অ্যাসোসিয়েশনের এ কর্মসূচি দেওয়া হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল বুলু বলেন, “সময়ের সঙ্গে সবকিছুর দাম বাড়লেও মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ীদের কমিশন বাড়েনি। রিচার্জ ব্যবসার শুরু থেকে সেই যে প্রতি হাজারে ২৭ টাকা করে কমিশনের নিয়ম চালু হয়েছে, এখনো সেই নিয়মেই চলছে ব্যবসা।” তিনি আরো বলেন, “আমাদের প্রতি হাজারে ১শ টাকা করে কমিশন দিতে হবে। অন্যথায় আমরা এই ব্যবসা থেকে নিজেদের গুটিয়ে নিতে বাধ্য হবো।” কমিশন বৃদ্ধির দাবি দিয়ে তিনি ১৮ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত সারাদেশের সকল মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ীরা বিল রিচার্জ বন্ধ রাখবে বলেও ঘোষণা দেন তিনি। পাশাপাশি ভুল নম্বরে রিচার্জ হয়ে গেলে কোম্পানির মাধ্যমে টাকা ফেরতের ব্যবস্থা করা, কেবল এই ব্যবসার সঙ্গে জড়িতদেরই রিচার্জের সিম বরাদ্দ দেওয়া এবং রিচার্জের সিমে অহেতুক জামানত বন্ধ করার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। এর আগেও সংগঠনটি বিভিন্ন সময়ে মোবাইল রিচার্জ বন্ধ রেখে প্রতিবাদ করেছিলো।
নিউজরুম