রূপসীবাংলা, ঢাকা ১৪অক্টোবর :
দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদে এ পর্যমত্ম ৪৭ লাখ ৫৯ হাজার ভোটার নিবন্ধন করতে সক্ষম হয়েছে নির্বাচন কমিশন (ইসি)। যা লক্ষ্যমাত্রার ৬৮ শতাংশ। ৭০ লাখ ভোটার নিবন্ধনের পরিকল্পনা রয়েছে ইসির।
নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ থেকে প্রকাশিত হাল নাগাদ কার্যক্রমের সারসংক্ষেপ সূত্রে এ তথ্য জানা যায়। এ হিসাব ৩০ সেপ্টেম্বর ২০১২ পর্যমত্ম।
পরিকল্পনা অনুযায়ী এখন পর্যমত্ম নিবন্ধন অবশিষ্ট থাকছে ২২ লাখ ৪১ হাজার ভোটার। প্রাক্কলিত ৪৩ হাজার ৮০০ জন করে প্রতিদিন নিবন্ধনের আওতায় এলে অবশিষ্টদের তালিকাভুক্ত করতে কমিশনের আরো ৫২ দিন সময় লাগবে।
এর মাঝখানে সম্ভাব্য ছুটির পরিমাণ ১০ দিন। সারাদেশে নিবন্ধন শেষ করার সম্ভাব্য সময় ২০১২ সালের ১৫ ডিসেম্বর। এ পর্যমত্ম মোট ৩৫২টি উপজেলায় নিবন্ধন কাজ সম্পন্ন হয়েছে।
সম্পন্নকৃত এলাকাগুলোতে নতুন করে ভোটার নিবন্ধনের হার সাত দশমিক সাত শতাংশ। বর্তমানে আরো ৮১টি উপজেলায় হালনাগাদ কার্যক্রম চলছে। নিবন্ধনের জন্য বাকি উপজেলার সংখ্যা ১৬৪টি। চলতি মাসের ৩১ তারিখের মধ্যে আরো ৪৪টি উপজেলার কাজ শেষ হবে। এতে অমত্মত আরো সাড়ে তের লাখ ভোটার নিবন্ধিত হবে।
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ সাদিক বলেন, ‘‘কাজ ভালভাবেই এগিয়ে যাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী হালনাগাদ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্ষম হবো আমরা।’’
যারা এখনো ভোটার হতে পারেনি তাদের সুযোগ বন্ধ হয়ে যায়নি। তারাও ভোটার হতে পারবে বলে মত দিয়েছেন নির্বাচন কমিশনার জাবেদ আলী। এদিকে নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ সাদিক বলেন, ‘‘সারাদেশে ভোটার তালিকা প্রণয়নের কাজ পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে। আশা করছি আমরা লক্ষ্যমাত্রায় পৌছতে পারবো।’’
নিউজরুম