ফরিদপুরে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৫জন নিহত, আহত-২

0
330
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা, ফরিদপুর ১৪ অক্টোবর :
রোববার আড়াইটার দিকে ফরিদপুরের নগরকান্দার যদুরদিয়া এলাকায় প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত এবং দুইজন আহত হয়েছেন। নিহতরা হলেন, মাদারীপুর জেলার টেকেরহাটের স্বর্ণ ব্যবসায়ী নন্দ কর্মকার (৫০), তার জামাতা পীযুষ কর্মকার (৩৫), ছোট ছেলে সৌরভ কর্মকার (১৫), নাতি প্রীতম কর্মকার (৪ মাস) এবং প্রাইভেটকারচালক এমরান (২০)। আহতরা হচ্ছেন- নিহত নন্দ কর্মকারের স্ত্রী বিষ্ণুপ্রিয়া কর্মকার (৪২) এবং মেয়ে সোমা কর্মকার (২৮)। তারা বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার কনস্টেবল হুমায়ুন কবীর জানান, রোববার দুপুরে নাতি প্রীতম কর্মকারকে ডাক্তার দেখাতে নন্দ কর্মকার সপরিবারে ভাড়ায় চালিত প্রাইভেটকারে করে (ঢাকা মেট্রো-গ-১২-৫১৪৩) ফরিদপুরে যাচ্ছিলেন। বেলা আড়াইটার দিকে যদুরদিয়া এলাকায় পৌঁছানোর পর বিপরীতমুখি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৬-০৪২২) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নন্দ কর্মকার, পীযুষ কর্মকার, প্রীতম কর্মকার এবং এমরান মারা যান। আহত সৌরভ কর্মকারকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন রহমান জানান, আহত দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিউজরুম

শেয়ার করুন