বড়াইগ্রাম, (নাটোর) প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার শ্রীখন্ডি মাঠে দিলিপ কুমারের জমিতে রোববার কারিতাস বাংলাদেশের আয়োজনে ধান চাষের উপর মাঠ দিবস উদ্যাপন করা হয়েছে। কারিতাস (সাফবিন) প্রকল্পের ন্যাশনাল কোঅর্ডিনেটর সুক্লেশ জর্জ কসত্মার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা খয়ের উদ্দিন মোলস্না। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পশু সম্পদ কর্মকর্তা অজয় কুমার কুন্ডু, জায়াড়ী ইউপি চেয়ারম্যান চাঁদ মোহাম্মদ, সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা মোসত্মফা কামাল, প্রভাষক এসএম আতিয়ার রহমান, সার ব্যবসায়ী একরামুল হক, কারিতাস কর্মকর্তা জিলস্নুর রহমান, একরামুল হক, সাংবাদিক মিনারম্নল ইসলাম, আব্দুল মালেক প্রমূখ।
অনুষ্ঠানে ধান গাছের বৃদ্ধি, জীবনকাল, প্রতি গোছায় কুশির সংখ্যা, শীষের দৈর্ঘ্য, শীষে ধানের সংখ্যা, চালের ধরণ, পোকা-মাকড়ের আক্রমণ বিষয়ে উপস্থিত চাষীদের উন্মুক্ত মতামত গ্রহণ এবং তার ভিত্তিতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
প্রতিবেদক, আশরাফুল ইসলাম আশরাফ : সম্পাদনা আলীরাজ / আরিফ/ সালমা