বড়াইগ্রাম, (নাটোর) প্রতিবেদক :
নাটোরের বড়াইগ্রামে ২৫ হাজার জাল টাকাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার মনপিড়িত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার মনপিড়িত গ্রামের তহির আকন্দের ছেলে আবু সাঈদ (৫০) ও আটুয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে ফুলবার হোসেন (২৫)। বনপাড়া পুলিশ তদমত্ম কেন্দ্রের এএসআই মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোবাবার সকাল ৭টার দিকে জাল টাকার ব্যবসায়ী আবু সাঈদ ও ফুলবারকে ২৫টি এক হাজার টাকার জাল নোটসহ আটক করা হয়। এসময় আদের অপর সহযোগী আমিরম্নল পলিয়ে যায়।
বড়াইগ্রাম থানার ওসি মোহাম্মদ ইব্রাহিম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃতদের নামে মামলা দিয়ে নাটোর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রতিবেদক, আশরাফুল ইসলাম আশরাফ : সম্পাদনা আলীরাজ/ আরিফ/ সালমা