নওগাঁয় আদিবাসী নেতার আত্নহত্যার চেষ্টা

0
212
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা, নওগাঁ ১৪ অক্টোবর :
আদিবাসী নেতা আলফ্রেড সরেনের বোন ও বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন’র আহবায়ক রেবেকা সরেন বিষপান করে আত্নহত্যার চেষ্টা করেছেন। শুক্রবার সন্ধ্যায় নওগাঁর ভীমপুর আদিবাসী পল্লীর নিজ বাড়িতে তিনি বিষপান করেন। বিষপানের পর তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা শংকামুক্ত হলেও সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
চিকিৎসাধীন অবস্থায় রেবেকা সাংবাদিকদের জানান, পারিবারিক নির্যাতনের কারণে তিনি তরল বিষপান করেন। ঢাকায় একটি সম্মেলনে যোগ দেওয়া নিয়ে তার স্বামীর সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের কারণে তিনি বিষপান করেছেন।
এদিকে রেবেকা সরেনকে হাসপাতালে ভর্তি করার পর তাকে দেখতে বিভিন্ন বাম সংগঠনের নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে আসেন এবং খোঁজ খবর নেন। উলে¬খ্য, ২০০০ সালের ১৮ আগষ্ট ভূমি দস্যুদের হাতে নিহত আদিবাসী নেতা আলফ্রেড সরেন হত্যা মামলার বাদি রেবেকা সরেন ।#
প্রতিবেদক, মোফাজ্জল হোসেন সম্পাদনা আলীরাজ/ আরিফ/ সালমা

শেয়ার করুন