রূপসীবাংলা, নওগাঁ ১৪ অক্টোবর :
নওগাঁ জেলায় এ বছর মোট ৬৯০টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা উৎসবের আয়োজন চলছে। ইতোমধ্যে এসব মন্ডপে সাজসজ্জার প্রস্ত্ততি শুরম্ন হয়েছে। নওগাঁ জেলার পুলিশ সুপার ওয়াই এম বেলালুর রহমান জানান, এ বছর ইতোমধ্যে শামিত্মপূর্ন পূজা উদযাপনের নিরাপত্তামুলক সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, উপজেলা ভিত্তিক পূজা মন্ডপের সংখ্যা হচ্ছে নওগাঁ পৌরসভার ৫০টিসহ সদর উপজেলায় ১০২টি, নিয়ামতপুর উপজেলায় ৫৮টি, সাপাহার উপজেলায় ১৩টি, ধামইরহাট উপজেলায় ২৫টি, আত্রাই উপজেলায় ৪৪টি, বদলগাছি উপজেলায় ৭৮টি, রানীনগর উপজেলায় ৪০টি, মহাদেবপুর উপজেলায় ১৩৫টি, মান্দা উপজেলায় ১১১টি, পত্নীতলা উপজেলায় ৬৬টি এবং পোরশা উপজেলায় ১৮টি পূজামন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিবেদক, মোফাজ্জল হোসেন সম্পাদনা আলীরাজ/ আরিফ/ সালমা