নওগাঁয় আন্তর্জাতিক দূর্যোগ ব্যবস্থাপনা দিবস পালিত

0
158
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা, নওগাঁ ১৪ অক্টোবর :
শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অগ্নিনির্বাপনের মোহড়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে নওগাঁয় পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস। নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের বাসভবন চত্বর থেকে বের হয় শোভাযাত্রা। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ড. মোছাম্মদ নাজমানারা খানুম।
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে তা শেষ হয় জেলা স্কুল মিলনায়তনে। সেখানে পরে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম হাসিনা আক্তার। প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক তাহমিদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল জলিল মোজাহারী, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের উপ-সহকারী পরিচালক আকতার হোসেন, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক আব্দুলল্লাহ আল মামুন প্রমুখ। সবশেষে সেখানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা অগ্নিনির্বাপন সম্পর্কিত এক মহড়া পরিবশেন করে। পরে সেখানে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিবেদক, মোফাজ্জল হোসেন সম্পাদনা আলীরাজ/ আরিফ/ সালমা

শেয়ার করুন