ঝালকাঠীতে প্রতিমা ভাংচুর

0
410
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা, ঝালকাঠি ১৪ অক্টোবর :
ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার হাইলাকাঠী গ্রামের পাটিকর পাড়ার সার্বজনীন দূর্গা মন্দিরের নির্মানাধীন প্রতিমা ভাংচুর হয়েছে।
শনিবার গভীর রাতে অজ্ঞাতরা এ প্রতিমা ভাংচুর করে।ওই পূজা কমিটির সভাপতি ঝন্টু পাটিকর বলেন, রাত পৌনে ২টার দিকে কুকুরের ডাকাডাকিতে ঘুম ভেঙে যায় । এ সময় মন্দিরের গিয়ে প্রতিমাগুলো ভাঙা অবস্থায় দেখতে পাই আমারা। তিনি আরো বলেন, মহিষাশুর ছাড়া মন্ডপের অন্য সবগুলো দেবীমূর্তিই কমবেশি ভাঙা অবস্থায় পাওয়া গেছে। প্রতিমাগুলো নির্মানের শেষ পর্যায় রং করার পর্যায়ে ছিলো। এব্যাপারে রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষটি তদন্ত করে দেখা হচ্ছে। ঝালকাঠি জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস সাংবাদিকদের জানান, বিষয়টি জানার পর রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রতিমার যেটুকু ক্ষতি হয়ে পূজা শুরুর পূর্বেই তা ঠিক করে নেয়া সম্ভব হবে।
নিউজরুম

শেয়ার করুন