রূপসীবাংলা, চট্টগ্রাম ১৪ অক্টোবর :
চট্রগ্রামের পটিয়া উপজেলার গোবিন্দারখীল এলাকায় অভিযান চালিয়ে ১৭ মিয়ানমারের নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরে তাদের আটক করে পুলিশ।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রশীদ জানান, গোপন সূত্রে বিদেশি নাগরিকের অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়ে পটিয়া উপজেলার গোবিন্দারখীল এলাকায় অভিযান চালিয়ে ১৭ জন মিয়ানমার নাগরিককে আটক করা হয়। তিনি বলেন, ‘আটককৃত মিয়ানমার নাগরিকেরা অবৈধভাবে অনুপ্রবেশ করে বসবাস করছিলেন। তারা পাসপোর্ট বা ভিসা কিছুই দেখাতে পারেননি।’
নিউজরুম