রূপসীবাংলা ঢাকা, ১৪ অক্টোবর :
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় কামরুল হাসান অরুণসহ ৪ আসামির ৫দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
উল্লেখ্য, অরুণ সম্প্রতি সন্ত্রাসীদের হাতে নিহত ডাক্তার নিতাইয়ের গাড়ি চালক। তাদের বিরুদ্ধে ১০দিন করে রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে রোববার দুপুর ১২টায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেশব রায় চৌধুরী ৫দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুর হওয়া অপর ৩ আসামি হলো, বকুল, রফিকুল ইসলাম ও আবু সাঈদ। এদিকে, দুপুরের আগে রিমান্ড শুনানিতে আসামিদের আদালতে আনা হলে তারা কান্নায় ভেঙে পড়েন। এসময় বলতে থাকেন, আমরা এই হত্যকাণ্ড সম্পর্কে কিছু জানিনা।
আমাদের কেন এই মামলায় আনা হয়েছে? তারা আরও বলতে থাকেন, ডাত্তার নিতাই হত্যা মামলায় রিমান্ডে নিয়ে আমাদের মৃত্যুর ভয় দেখিয়ে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। এ মামলায় রিমান্ডে নিলেও আমাদের ওপর নির্যাতন করা হবে। অপরদিকে, রায় আদালতের বারন্দায় আবু সঈদের স্ত্রী নূপুর ও মা মমতাজ বেগম কান্নাকাটি করেন। এসময় নূপুর বলেন, “আমার স্বামীকে কেন বারবার রিমান্ডে দেওয়া হচ্ছে। সে তো এসব বিষয়ে কিছুই জানে না।” তিনি আরো বলেন, “নিরপরাধ লোককে ধরে নিয়ে মারধোর করবেন তা তো কোনো ভাবে মেনে নেওয়া যায় না!”
নিউজরুম