রোববার বাজারে আসছে নতুন নোট

0
256
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা অর্থনীতি ডেস্ক, ১৪ অক্টোবর :
পবিত্র ঈদুল আযহা ও দুর্গাপূজা উপলক্ষে রোববার থেকে নতুন নোট বাজারে ছাড়বে কেন্দ্রীয় ব্যাংক। ঢাকায় অবস্থিত ৯টি বাণিজ্যিক ব্যাংকের ১১টি শাখার মাধ্যমে নতুন নোট বিনিময় করতে পারবে প্রত্যাশীরা। কেন্দ্রীয় ব্যাংক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন নোট বিনিময়ে দেশের সব বাণিজ্যিক ব্যাংককে নির্দেশনা দেয়া হয়েছে। বিশেষ করে ঢাকার ৯টি ব্যাংকের ১১টি শাখার মাধ্যমে নতুন নোট প্রত্যাশীরা এ সুবিধা নিতে পারবেন। একইসঙ্গে দেশের বাণিজ্যিক ব্যাংকের সব শাখাকে নতুন নোট বিনিময়ের নির্দেশনা দেয়া হয়েছে। যেসব ব্যাংকের শাখায় নতুন নোট পাওয়া যাবে সেগুলো হচ্ছে সোনালী ব্যাংকের রমনা ও বঙ্গবন্ধু এভিনিউ শাখা, জনতা ব্যাংকের নিউমার্কেট শাখা, অগ্রণী ব্যাংকের প্রেসক্লাব ও এলিফেন্ট রোড শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, ডাচ বাংলা ব্যাংকের গুলশান শাখা, সাউথ ইস্ট ব্যাংকের কাওরান বাজার শাখা, প্রাইম ব্যাংকের মালিবাগ শাখা, সোস্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা মার্কেট শাখা, ইসলামী ব্যাংকের যাত্রাবাড়ি শাখা। নতুন নোট পেতে সমস্যা বা ভোগান্তিতে পড়লে কেন্দ্রীয় ব্যাংকের গ্রাহক স্বার্থ কেন্দ্রের ১৬২৩৬ নম্বর অবহিত করতে বলা হয়েছে। এছাড়া ঈদ ও পূজা উপলক্ষে জাল নোট বিস্তাররোধে আইন-শৃঙ্খলা বাহিনী ও বাণিজ্যিক ব্যাংককে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।
নিউজরুম

শেয়ার করুন