হলমার্ক শ্রমিকদের সড়ক অবরোধ

0
213
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা ১৪ অক্টোবর :
বকেয়া বেতনের দাবিতে স‍াভারের হেমায়েতপুর নন্দখালী এলাকায় হলমার্ক গ্রুপের শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। রোববার সকাল ১০টার দিকে হলমার্ক গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হলমার্ক ফ্যাশন, হলমার্ক ডিজাইন, হলমার্ক স্টাইলের প্রায় দুই হাজার শ্রমিক হেমায়েতপুর-সিংগাইর সড়ক অবরোধ করে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। সোনালী ব্যাংকে অর্থ কেলেঙ্কারির অভিযোগে হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও জেনারেল ম্যানেজার (জিএম) তুষার আহমেদকে সম্প্রতি গ্রেফতার করা হয়।
শ্রমিকরা জানায়, মালিক গ্রেফতার হওয়ায় তাদের বেতন বন্ধ রয়েছে। বকেয়া বেতনের দাবিতে গত কয়েকদিন থেকেই শ্রমিকরা বিক্ষোভ করে আসছিল।
নিউজরুম

শেয়ার করুন