স্মৃতির পাতা

0
242
Print Friendly, PDF & Email

-সালমা জাহান
অনুভবে অনুক্ষনে
চেয়ে ছিলুম যারে-
সেহ আজ রয়ে গেল
স্মৃতির অগোচরে।

র্সবপরি র্সবদা করে বিচরণ,
আমারে করে জ্বালাতন।
ভাবতে চাইনা-
করতে চাইনা মনে
কেন তুমি বার-বার
দোলা দাও মনে ? মন কাঁদে বাসা বাঁধতে
পায়না খুজে কোন কূল,

তাই এক সমায়
সব কিছু মনে হয়
স্মৃতির ব্যাকূল।
স্মৃতি হয়ে গেয়েছো
স্মৃতি হয়ে থাকো।
আর যেন কখনো
আমার জীবনে
ফিরে নাহি আসো।

শেয়ার করুন