আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে : পরিকল্পনা মন্ত্রী

0
318
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা, (কুমিল্লা)১৩ অক্টোবর :
বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশ রপ্তানিমুখী দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী একে খন্দকার। শনিবার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তত্বাবধানে এবং বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতায় সোয়া কোটি টাকা ব্যয়ে নব নির্মিত দেবিদ্বার এবিএম গোলাম মোস্তফা পৌর মিলনায়তন উদ্বোধন উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, “আপনারা শুধু বলেন, এটা নাই-ওটা হচ্ছে না, দাম বাড়ছে।
আপনারা কি জানেন, বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ এখন চাউল রফতানি করছে, গার্মেন্টস সেক্টরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রফতানিকারক দেশ হিসাবে সুনাম অর্জন করেছে। আমাদের দেশের ঔষধ, চামড়া এখন বিশ্ববাজারে কদর বেড়েছে।
শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে বড় জাহাজ রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত জার্মান এখন বাংলাদেশের তৈরি জাহাজ কিনেছে। এ অবস্থায় দেশকে এগিয়ে নিতে আপনাদের আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।“ কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম গোলাম মোস্তফা এতে সভাপতিত্ব করেন। সভায় বিশেষ অতিথির হিসেবে বক্তৃতা করেন, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক আলহাজ মো. ওমর ফারুক, কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান, জেলা পুলিশ সুপার মোখলেসুর রহমান প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হারুন-অর-রশিদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান একেএম সফিকুল আলম কামাল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মাস্টার, কুমিল্লা (উ:) জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি শিরিন সুলতানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. মনিরুজ্জামান আউয়াল, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিউজরুম

শেয়ার করুন